ঠিক যেন রাশিয়া বিশ্বকাপের ফাইনাল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আগেরটা ছিল রাশিয়া বিশ্বকাপের ফাইনাল, এবার উয়েফা নেশনস লিগের মঞ্চ। প্রতিপক্ষ সেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আর রানার্সআপ ক্রোয়েশিয়া। মঞ্চ বদলেছে, বদলাল না ফলাফল। বছর দুইয়ের চেয়ে দুমাসের কিছু বেশি সময়।

শুধু রাশিয়ার মাটিতে না হয়ে এবার ফ্রান্সের মাটিতে। বাকিসব বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি। ক্রোয়েশিয়াকে সেই ৪-২ গোলে হারাল ফ্রান্স, প্রথমার্ধে সেই ২-১ গোলে এগিয়ে থাকা দেশমের দলের।

বিশ্বকাপের ফাইনালের পর আবারও দেখা দুদলের। মঙ্গলবার রাতে নেশনস লড়াইয়ে ৬ গোলের রোমাঞ্চে স্বাগতিকরা উল্লাস করেছে ফের। দিদিয়ের দেশমের শিষ্যদের যেখানে টানা দুই জয় এলো, ক্রোয়েটদের সেখানে টানা দুই বড় হার দেখতে হল।

ম্যাচের ১৭ মিনিটে ডেজান লভরেনের গোলে শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়াই। সেখান থেকে সমতা ফেরাতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা ফরাসিদের। গোল আনেন অ্যান্টনে গ্রিজম্যান।

বিরতির আগে আগে ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের হাতে লেগে বল নিজেদের জালেই জড়ালে লিড নিয়ে পানিপানে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে সমতা টানে অতিথিরা, জোসিপ ব্রেকালোর গোলে। দশ মিনিট পর আবারও ফরাসিদের লিডে এনে দেন দায়ুত উপামেকানো। আর ৭৭ মিনিটে বড় জয় নিশ্চিতের পথে পেনাল্টিতে গোল আনেন অলিভিয়ে জিরুদ।

Print Friendly

Related Posts