বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত। বিচারপতি এসকে যাদব এ মামলার রায় ঘোষণা করবেন।

এনডিটিভি জানিয়েছে, রায় ঘোষণার দিন বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশিসহ মামলায় অভিযুক্ত ৩২ জনকেই সশরীরে হাজির থাকতে নির্দেশ দিয়েছে আদালত।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়। বাবরি ধ্বংসের পর ষড়যন্ত্র ও মসজিদ ধ্বংসে অন্যদের উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল।

বাবরি মামলায় অভিযুক্তদের তালিকায় বিজেপির একাধিক বর্ষীয়ান নেতার নাম রয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে বিজেপির লৌহপুরুষ তথা বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানিকে। নাম রয়েছে প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর জোশি, সাবেকমন্ত্রী উমা ভারতীর।

গত বছরের জুলাইয়ে সুপ্রিম কোর্ট বাবরি মামলার রায় আগামী ৯ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল সিবিআই বিশেষ আদালতকে। সেই মতে তৎপরতা শুরু করে সিবিআই আদালত।

Print Friendly

Related Posts