মানিকগঞ্জে ৪ বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৪ বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার ( ৩০ সেপ্টেম্বর) দপুরের দিকে আরিচা বাজারে মৎস্য আড়ত বাজরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বি.এম.রুহুল আমিন রিমন,সহকারী কমিশনার (ভূমি)ফারাশিদ বিন এনাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহা: রফিকুল আলম উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহা: রফিকুল আলম জানান, আজ দুপুরে নিষিদ্ধ জালের অভিযানের অংশ হিসেবে আরিচা বাজারে মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি দোকানের তালা ভেঙ্গে ৪ বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সকল চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা হলে ছোট,বড় ও ডিমওয়ালা মাছ রক্ষা করা সম্ভব না । তাই এ অভিযান চলমান থাকবে।

এছাড়া বাজারের মৎস্য আড়তের জাল ব্যবসায়িদের নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়েছে।

জেডএইচসি/এম

Print Friendly

Related Posts