বরগুনায় সড়ক সংস্কার কার্যক্রমের উদ্বোধন ও র‍্যালি

ইফতেখার শাহীন: “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এই শ্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশে এলজিইডি কর্তৃক সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বরগুনায় এ কার্যক্রমের উদ্বোধন ও জেলা এলজিইডির আয়োজনে একটি বর্নাঢ্য র‍্যালি বের করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা শহরের টাউন হল ব্রীজের উত্তর পাড় থেকে একটি র‍্যালি বের হয়ে লাকুরতলা ব্রীজ পর্যন্ত এসে শেষ হয়। পরে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফোরকান আহম্মেদ সড়ক সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম, বরগুনা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামসহ জেলা এলজিইডির কর্মকর্তা কর্মচারী প্রমূখ। সারা বাংলাদেশে কাঁচা পাকাসহ ৩ লাখ ৫৩ হাজার ৩’শ ৫৩ কিলোমিটার সড়ক, এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৫’শ কিঃ মিঃ পাকা সড়ক রয়েছে। চলতি অর্থ বছরে এলজিইডি কর্তৃক সারা দেশে ১৪ হাজার কিঃ মিঃ সড়ক মেরামত করা হবে। বরগুনা জেলার ৬ টি উপজেলায় ১ মাস ব্যাপী (অক্টোবর) ১৪ কিঃ মিঃ সড়কের সংস্কার কাজ চলবে।
Print Friendly

Related Posts