ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড’র দাবিতে ভোলায় মানববন্ধন

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: আর নয় নিরবতা আওয়াজ তুলুন একসাথে- এই স্লোগানে ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদন্ড এই দাবিতে ধর্ষণের বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জন্য ভোলায় মানববন্ধন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় ভোলা প্রেস ক্লাবের সামনে বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজেন
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. সফিকুল ইসলাম সফি ও ভোলা জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ভোলার সচেতন নাগরিক ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশে বর্তমানে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। এর হাত থেকে বৃদ্ধা, প্রতিবন্ধী ও শিশুরাও রেহাই পচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েই চলছে। ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হলে আর কেউ এমন জঘণ্য কাজ করতে সাহস পাবে না।

Print Friendly

Related Posts