ধামরাইয়ে অটোরিক্সা ও সিএনজি চালকদের সাথে থানা পুলিশের মতবিনিময়

মো. রাসেল  হোসেন: ঢাকার ধামরাই থানা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্তে অটোরিক্সা চালকদের সাথে মতবিনিময় সভা করেছেন ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রিক্সা, অটোরিক্সা, সিএনজি চুরি,ছিনতাই রোধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় মতবিনিময় সভায়, কালামপুর, ভালুম, সূতিপাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক রিক্সা, সিএনজি চালক উপস্থিত ছিলেন।

এসময় ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ-উত্তর) মোহাম্মদ সাইদুর রহমান, (পিপিএম)।

প্রধান আলোচক, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সোমবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী, সূতিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সানোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু।

মতবিনিময় সভা  সঞ্চালনা করেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান।

Print Friendly

Related Posts