মতলব উত্তরে সবজির বীজ পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, একটি দেশের সরকার কতটুকু কৃষক বান্ধব হলে কৃষকদের মাঝে বীজ তুলে দেয়। এটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ সরকারের বর্তমান ও বিগত আমলে কোন মানুষ খাবার পায়নি এমন রেকর্ড নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা প্রমুখ।

উপস্থিত ছিলেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউপি সচিব করিম আহমেদ দিপু, উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াস প্রধান, এখলাছপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা বেগম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, যুবলীগ নেতা মনির হোসেন মুন্না’সহ কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক।

এসময় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৭০ জন, এখলাছপুর ইউনিয়নের ১০০ জন ও জহিরাবাদ ইউনিয়নের ৩০ সহ চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ২০০ জন কৃষকদের মাঝে সবজির বীজ প্রদান করা হয়।

Print Friendly

Related Posts