কুকরি-মুকরিতে কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলাঃ ভোলার চরফ্যাসন উপজেলার পর্যটন এলাকা কুকরী-মুকরিতে ১কোটি ১০লাখ টাকা ব্যয়ে লঞ্চ ঘাট হতে কুকরি-মুকরি বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় কুকরী-মুকরিতে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাসন পৌর আওয়ামী লীগ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ সবুজ, কুকরি মুকরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক বিভূতিভূষণ বাবুল দাসসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পর্যটন এলাকা কুকরী-মুকরিতে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে ইতিপূর্বে বেড়িবাঁধ, পাকা সড়ক, রেস্ট হাউজ, শিশু পার্ক, নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়িসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ সমাপ্ত করেছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

Print Friendly

Related Posts