মাছরাঙ্গা টেলিভিশনে রাঙ্গা সকালে বাউল শিল্পী হাসিনা সরকারের গান শনিবার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মাছরাঙ্গা টেলিভিশন রাঙ্গা সকাল অনুষ্ঠানে ৩১ অক্টোবর শনিবার সকাল সাতটায় গান গাইবেন জনপ্রিয় বাউল শিল্পী হাসিনা সরকার।

গীতিকার কামরুজ্জামান লিটনের- ও বন্ধু তুই এতো দিন কেন যে আইলানা, গান শাহ আবদুল করিমের- আমায় রাখ কিবা মার এই দয়া কর, শাহালম সরকারের- আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, কবি জালাল উদ্দীনের- আমায় যত দুঃখ দিলি বন্ধুরে, গীতিকার সালামের- সুখ নাই আমার কপালে,শিল্পীর নিজের লেখা- বন্ধু কি কাম করিলো পিঠে না মারিয়া ছুরি আমার বুকে মারিলো, রাধা রমনের- আমারে যে রেখে গেলো উদাসি বানাইয়া গো, আক্কাস দেওয়ানের ও সাথি এক বার এসে দেখে যাও কত সুখে আছি: বাউল শিল্পী হাসিনা সরকার এসব গান পরিবেশন করবেন।

শিল্পী দীর্ঘ ১৮ বছর ধরে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখে কণ্ঠ দিয়েছেন। তিনি বলেন, আমি গান নিয়ে বেঁচে থাকতে চাই। ইতিমধ্যে দেশ-বিদেশে প্রচুর প্রোগ্রাম করেছেন। পুরস্কার পেয়েছেন অনেক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই নিয়মিত শিল্পীর বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়।

Print Friendly

Related Posts