সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ রোপণ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশকে সবুজ বনায়ন বাস্তবায়ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলায় বিভিন্ন গ্রামে সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন মুন্সী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মো: আব্দুল বাছির, মো: ফারুক মিয়া, মো: মিন্টু মিয়া, মো: মকতু মিয়া, মো: হারুন মিয়া, মো: দুলাল মিয়া, মো: হাবীব মিয়া, মো: মুনির মিয়া, মো: জয়নাল মিয়া ও আমিন মুন্সী রাজা প্রমুখ।

নাসির উদ্দীন মুন্সী বলেন, সুস্থ সামাজিক প্রানবন্ত ও বসবাসযোগ্য পরিবেশের জন্য গাছ লাগানোর কোন বিকল্প নেই। বাংলাদেশে অবাধে গাছ কাটা হচ্ছে। গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গাছ আমাদের অক্সিজেন দেয়। অবাধে গাছ না কেটে প্রত্যেক নাগরিক রাস্তা ও বাড়ির আশে পাশে সপ্তাহ, মাসে বা বছরে একটি করে বৃক্ষরোপণ করার আহবান জানান।

Print Friendly

Related Posts