বরগুনায় আগুনে পুড়লো ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

ইফতেখার শাহীন: বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া বাজারে অগ্নিকান্ডে ১০ টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

বুধবার দিবাগত রাতে এই দূর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একটি ফার্মেসীর বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা ও বাজারের পাহারাদার জানান, রাত দুইটার দিকে ফার্মেসী থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বাজারের ব্যবসায়ী মামুন মিয়া জানান, একটি ফার্মেসীতে ১৪ লক্ষ টাকার ওষুধ ছিল এছাড়াও ২ টি মুদি দোকান, ৩টি রেষ্টুরেন্ট, সেলুনসহ মোট ১০ টি দোকানের কোন কিছুই রক্ষা পায়নি।

বরগুনা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান রবিউল ইসলাম বলেন, আমরা রাত ২টা ২৫ মিনিটে খবর পাই। গর্জনবুনিয়া বাজার ১৮ কিলোমিটার দুরে হওয়ার কারনে আমাদেও পৌঁছানোর পূর্বেই ১০ টি দোকান পুড়ে যায়। এছাড়া বাজারের অন্য দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

Print Friendly

Related Posts