বরগুনায় বন্য শুকরের আক্রমনে বৃদ্ধর মৃত্যু

ইফতেখার শাহীন: বরগুনা সদর ইউনিয়নের ক্রোক গ্রামে বন্য শুকরের আক্রমনে আঃ মন্নান (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ক্রোক গ্রামীন ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বেশ কয়েকদিন যাবৎ গ্রামীন ব্যাংকের পিছনে জলাশয় ও জঙ্গলে একটি বন্য শুকুরের অবস্থান তারা লক্ষ্য করেন। ইতোমধ্যে দুজনকে বন্য শুকুর ধাওয়া করেছে বলেও তারা জানান। শুক্রবার বৃদ্ধ আঃ মন্নান জলাশয় থেকে শাপলা তুলতে গেলে বন্য শুকুরের আক্রমনের শিকার হন। তার ডাকচিৎকার শুনে লোকজন উপস্থিত হয়ে শুকুরটিকে ধাওয়া করে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আনার পরেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা পেয়ে বৃদ্ধর লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।

এদিকে বন্য শুকুরের আক্রমনে বৃদ্ধর মৃত্যুর ঘটনায় ঐ গ্রামে আতংক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে বরগুনা বনবিভাগের কর্মকর্তাদের সাথে মোবাইলে যোগাযোগের চেস্টা করে মোবাইল বন্ধ পাওয়া গেছে।

Print Friendly

Related Posts