আওয়ামীলীগ-বিএনপি গণতন্ত্রের আড়ালে দেশকে স্বৈরতন্ত্র উপহার দিয়েছে: কমরেড সামাদ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশের প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের আড়ালে দেশকে স্বৈরতন্ত্র উপহার দিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক ও সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মাছ মার্কার প্রার্থী কমরেড ডা: এম. এ. সামাদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে বিকেলে রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন স্কয়ারে পার্টির পক্ষ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানোর সময় তিনি এ কথা বলেন।

ডা: এম. এ. সামাদ বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। কিন্ত ঘোষিত স্বৈরাচারের পতন হলেও জাতি এখনো গণতন্ত্রের মুখ দেখতে পারে নি। যখন যে দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারাই ক্ষমতাকে কুক্ষিগত রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কেড়ে নিয়েছে মানুষের বাকস্বাধীনতা, হরণ করেছে ভোটের অধিকার।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক আরও বলেন, ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা স্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। এখন আবার সময় হয়েছে একই স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার। আসুন শহীদ নূর হোসেন দিবসে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হই।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিজ্ঞানী বীরমুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক সরকার, দপ্তর সম্পাদক বিধান দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড মোখলেছুর রহমান, কেন্দ্রীয় সংগঠক কমরেড সবুজ মিস্ত্রী, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমনসহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Print Friendly

Related Posts