বরগুনায় এসি ল্যান্ড অফিসের দুই স্টাফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ইফতেখার শাহীন: বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড) অফিসের প্রধান করনিক মো. মনির হোসেন ও সার্ভেয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগি পরিবার।

বুধবার দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় লিখিত বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের মন্টু মল্লিকের ছেলে রাকিব হোসেন মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন, প্রকৃত ভূমির মালিক সোহরাফ মল্লিক, আবুল মল্লিক, বাবুল মল্লিক, তুলি বেগম ও রাহিমা বেগম।

রাকিব হোসেন মল্লিক অভিযোগ করেন, গৌরীচন্না মৌজায় আমাদের পৈত্রিক জমিতে দুই যুগের অধিক সময় বসত ঘর নির্মান করে অনেকগুলো পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। আমরা হাল নাগাদ সরকারী খাজনা পরিশোধ করেছি। আমাদের ওয়ারিশরা তাদের বসত ঘর মেরামত করতে থাকলে গৌরীচন্না তহসিল অফিসের কর্মকর্তা কর্মচারীরা আমাদের বসত ঘর মেরামতে বাঁধা দেয়। আমরা বরগুনা সহকারী কমিশনার ভুমি অফিসে ৪ নভেম্বর গিয়ে আমাদের কাগজপত্র দেখাই। সহকারী কমিশনার ভুমি আমাদের আশ্বস্ত করেন। ৯ নভেম্বর ওই অফিসের প্রধান সহকারী মনির হোসেন ও সার্ভেয়ার মোশাররফ হোসেন আমাদের বলেন, তোমাদের কাগজপত্র সঠিক নয়। তারা আমাদের বলেন ৫০ হাজার টাকা দিলে আমরা সহায়তা করবো। আমরা উৎকোচ দিতে অস্বীকার করলে ওই দিন রাত সাড়ে সাতটায় পরিকল্পিতভাবে ১০-১৫ জন লোক মুখ বাঁধা অবস্থায় আমাদের বসত বাড়ীর উপর অতর্কিত হামলা চালায়। ঘর দরজা ভাংচুর করে তছনছ করে প্রায় লাখ টাকার ক্ষতি করে। মহিলাদের উপর আক্রমন করে গুরুতর জখম করে। আহত গৃহবধূ রিনা মল্লিক বরগুনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যান্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

এ ব্যাপারে প্রধান সহকারী মনির হোসেন বলেন, আমরা ঘর ভাংতে যাইনি। সরকারি জমিতে তারা ঘর তুলছিলো। আমরা বাঁধা দিয়েছি। ওখানের লোকজন আমাদের রাধে শ্যামকে মারধর করেছে। তারা সরকারী কাজে বাঁধা দিয়েছে। আমরা কাউকে আঘাত করিনি।

Print Friendly

Related Posts