সাকিবের নিরাপত্তায় গানম্যান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ হলি আর্টিজান হামলার পর থেকে বিদেশি কোচদের সার্বিক নিরাপত্তায় গানম্যান দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সাকিব আল হাসানকে দেয়া হল গানম্যান।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে মোতালেব নামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সৈনিককে দেখা যায় সাকিবকে নিরাপত্তা দিতে।

ভারতের কলকাতায় দীপাবলির অনুষ্ঠানে অতিথি হওয়ায় সাকিবকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামের সিলেটের এক ব্যক্তি। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ হতে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ওই ঘটনায় সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের সুরক্ষায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানালেন সেকথা।

‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন কোনো ধরনের বিষয় কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট যারা তাদেরকে বলেছি। তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিয়েছে।’

সাকিবের সঙ্গে থাকা গানম্যান আগে জাতীয় দলের সাউথ আফ্রিকান হেড কোচ রাসেল ডমিঙ্গোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছুটি কাটাতে কোচ নিজ দেশে থাকায় মোতালেবকে সাকিবের সুরক্ষায় যুক্ত করেছে বিসিবি।

Print Friendly

Related Posts