ওয়ানডে দল ঘোষণা, বাংলাদেশ দলে তিন নতুন মুখ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মেহেদী হাসান। নতুন তিন ক্রিকেটারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আল-আমিন হোসেন ও নাঈম শেখ। ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। স্কোয়াডে রাখা হয়েছে মোট ১৮ জন ক্রিকেটারকে।

২০ ও ২২ জানুয়ারি মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ। ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামে। এই সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম টাইগার্স।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো: মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

Print Friendly

Related Posts