This Time Not For Africa…

This Time For Africa…৷ কলম্বিয়ান পপ স্টার শাকিরার গলায় ২০১০ বিশ্বকাপের এই থিম সং-এ আন্দোলিত হয়েছিল ফুটবলবিশ্ব৷ ভুভুজেলা ও শাকিরার এই গান আফ্রিকার মাটিতে প্রথমবার বিশ্বকাপ সফল করে তুলেছিল৷

This Time Not For Africa…৷ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডের পর ক্যাচলাইন এটাই৷ ১৯৮২ বিশ্বকাপের পর প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে ব্যর্থ আফ্রিকার কোনও দল৷ বৃহস্পতিবার সেনেগালের বিদায়ের সঙ্গে সঙ্গে রাশিয়া বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল আফ্রিকার সব ক’টি দল৷

মিশর, মরক্কো, নাইজেরিয়া ও তিউনেশিয়া আগেই বিদায় নিয়েছিল৷ মঙ্গলবার ডি-গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্তিনার কাছে ১-২ গোলে হরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় নাইজেরিয়া৷ বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে গোল হজম করায় পুতিনের দেশে বিশ্বকাপ থেকে ছুটি যায় ২০০২ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে আগের বারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমক দেওয়া সেনেগালের৷

সেনেগালের বিদায় অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ জাপানের সঙ্গে পয়েন্ট (৪) ও গোল পার্থক্যে (০) সমান হওয়ার সত্ত্বেও ফেয়ার-প্লে পয়েন্টে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সাদিও মানেরা৷ বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে ফেয়ার-প্লে পয়েন্টের বিচারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সেনেগাল৷ গ্রুপ লিগে চারটি হলুদ কার্ড দেখেছিল জাপানি খেলোয়াড়রা৷ কিন্তু ছ’টি হলুদ কার্ড দেখায় কাল হয় সেনেগালের৷ এর ফলে স্পেনে ১৯৮২ বিশ্বকাপের পর আফ্রিকার কোনও দল ছাড়ায় হবে শেষ ষোলোর লড়াই৷

২৪ দলের ১৯৮২ বিশ্বকাপে খেলেছিল আফ্রিকার মাত্র দু’টি দল আলজেরিয়া ও ক্যামেরুন৷ গ্রুপ ওয়ানে তৃতীয় হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ক্যামেরুন৷ আর গ্রুপ টু-এর তৃতীয় হয়ে বিদায় নিয়েছিল আলজেরিয়া৷ ১৯৮৬ থেকে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত আফ্রিকার কোনও না কোন দল দ্বিতীয় রাউন্ডে পৌঁছয়৷

১৯৮৬ বিশ্বকাপে প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে সমর্থ হয়েছিল মরক্কো৷ ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুন, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে নাইজেরিয়া, ২০০২ বিশ্বকাপে সেনেগাল, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে ঘানা এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোয় পৌঁছেছিল আফ্রিকার দু’টি দল নাইজেরিয়া ও আলজেরিয়া৷

Print Friendly

Related Posts