জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য জাদুঘর তৈরির লক্ষ্যে গণভবনে পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।
পরিদর্শনকালে তিনি বলেন, এই গণভবনে ১৫ বছর বসবাস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। ৫ আগস্টে পতনের মাধ্যমে এই ভবন এখন তার সকল স্বৈশাসনের প্রতীকে রূপান্তরিত হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর (মিরর হাউস) যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থা শত শত বৈষম্যমূলক এবং বিরোধী কর্মীকে গোপনে আটক করেছে, তার একটি প্রতিরূপ গনভবনের মুসুইমে নির্মাণ করা উচিত।
তিনি বলেন, আয়নাঘরের উচিত দর্শকদের গোপন বন্দীদের দ্বারা যে অত্যাচার হয়েছে তা মনে করিয়ে দেওয়া।
অধ্যাপক ইউনূস পরামর্শদাতাদের যাদুঘর বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেছেন। তিনি তাদেরকে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে বলেছিলেন।