বরগুনায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে সভা

ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। বরগুনার সিভিল সার্জন ডা: প্রদীপ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনার জেলা প্রশাসক মো. শফিউল আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল নৌবাহিনীর অধিনায়ক শহিদুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাষ্টার জেলা জামায়াতের আমির মো. মহিবুল্লাহ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব, ছাত্র প্রতিনিধি মুহিত নিলয়, মীর নিলয় রেজাউল করিম। স্মৃতিচারণ করেন মাহমুদ হাসান, গুলিতে আহত হান্নান।

স্মরণসভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরগুনা জেলায় ছাত্র আন্দোলনে নিহতদের ১০টি পরিবারকে ১০ হাজার ও আহত ৮৭ পরিবারকে ১ হাজার টাকা করে প্রদান করেন জেলা প্রশাসক মো. শফিউল আলম।

এ সময় জেলা প্রশাসক বলেন, আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের জন্য সরকারের প্রকল্প রয়েছে, সরকার তাদের পাশে আছে। সংস্কারের কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts