হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হামিদপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আব্দুল আলী (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকেরা। তিনি ওই গ্রামের মরহুম তজিম উল্লাহের ছেলে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
জামাতা হাবিব মিয়া জানান, তার শ্বশুর আব্দুল আলী নিজ ক্ষেতে কৃষি কাজ করছিলেন। এসময় জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা হামলা চালিয়ে প্রাণে হত্যার চেষ্টা করেছে। এ হামলায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগ সাপেক্ষে তদন্ত করে দেখা হবে।
এমএমসি/এইচ