বরগুনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীসভা

ইফতেখার শাহীন, বরগুনা: স্বাধীনতার মূল চেতনা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নের্তৃবৃন্দের সমন্বয়ে ৫ম দফায় জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি বরগুনায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩ টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মিসভার আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে কর্মীসভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজিব প্রমূখ।

এছাড়া কর্মিসভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে আগত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম সোহেল।

Print Friendly, PDF & Email

Related Posts