হবিগঞ্জ প্রতিনিধি: সচেতন চাষী সমৃদ্ধ কৃষি স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ খামারবাড়ি উপ-পরিচালকের সভাকক্ষে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আকতারুজ্জামান।
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড হবিগঞ্জ ইউনিটের এএসএম মাসুদ হোসেন মুন্সির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দ্বীপক কুমার পাল, কৃষি প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট সিকিউরিটি ম্যানেজার মেজর (অবঃ) জামাল হায়দার, ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্টিটিউট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আফরোজ মিয়া, সিনজেনটা কুমিল্লা রিজিওনের আরএসএম সাফায়েত হোসেন, হবিগঞ্জের এসপিও আব্দুল ওয়াহেদ বাচ্চু, বাংলাদেশ সীড এসোসিয়েশনের জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া, সদস্য শেখ নূরুল হক প্রমুখ। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সিনজেনটার ডিষ্ট্রিবিউটর, রিটেইলারসহ কমপক্ষে ৮০জন ব্যবসায়ী।
সভায় বক্তারা বলেন, সিনজেনটার কৃষি উপকরণ ক্রয় করে কৃষকরা জমিতে প্রয়োগের মাধ্যমে সুফল পাচ্ছে। শুধু তাই নয়, তারা কৃষি কর্মকর্তা, ডিলার, কুষকদের নিয়ে সচেতনতামূলক সভা করে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। নকল ও ভেজালের বিরুদ্ধে সচেতনতা সভায় করায় উপস্থিত সকলেই সিনজেনটাকে ধন্যবাদ জানান।
এমএমসি/এইচ