ভোলার ভেদুরিয়া স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ইমরানের মরদেহ উদ্ধার

মোকাম্মেল হক মিলন, ভোলা: ভোলায় স্পিডবোট দুর্ঘটনায় শিকার নিখোঁজ দৌলতখান ভূমি অফিসের স্টাফ ইমরান হোসেনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া স্পিড বোটটি রাজারহাটের পরে একটি জাহাজের সাথে ধাক্কা খেলে তাৎক্ষণিক একজনের মৃতদেহ উদ্ধার করা হয় । বাকি নিখোঁজ কয়েকজন ছিল, তাদের মধ্যে থেকে গত ৭ ডিসেম্বর রাতে ইমরান হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে ।

স্থানীয় প্রশাসন তার লাশ আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করেছ। ইমরানের লাশ পেয়ে স্বজনরা শোকার্ত হয়ে পড়েছে।

এর আগে ইমরান ভোলা সদরের ধনিয়ার নিজ বাসা থেকে গত ৭ ডিসেম্বর দুপুর ১ টায় বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছিল বলে স্বজনরা জানান।

উল্লেখ্য, ভেদুরিয়া ঘাট থেকে অবৈধভাবে অসংখ্য স্পিডবোট বরিশাল ভোলা রুটে এবং লাহারহাট ভোলা রুটে চলাফেরা করছে । তাছাড়া অদক্ষ চালক অপ্রাপ্ত বয়স্ক শিশু বেপরোয়া ভাবে স্পিড বাড়িয়ে বেপরোয়া ভাবে চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।এই স্পিডবোটগুলো বেশির ভাগ রাজনৈতিক প্রশ্রয় চলছে।প্রশাসন বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য জনগণ দাবি করেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts