রুবেল ভূইয়া, সাড়পাড়, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ছলিমগঞ্জ ইউনিয়নের বড়াইল দাশপাড়া উরেন্দ্র দাশের বসত বাড়ীর উঠানের সামনে একচালা টিনের ঘরের ভিতর থেকে সোমবার (২৩ ডিসেম্বর) ভোররাতে ২৫ বোতল ফেনসিডিল সিরাপ, ৩৮ বোতল গ্রাইন বোটকা (বিদেশী মদ), ১২ বোতল Signature (বিদেশী মদ), ৪৬ বোতল Mcdowells (বিদেশী মদ), ১ কেজি গাঁজা, ৪টি মোবাইল সেটসহ এসআই (নিঃ) আবদুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী মোঃ অপু মিয়া (২৪) কে গ্রেফতার করেন। অপর আসামী আশিক আহাম্মদ (২৯) পলাতক রয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।