অপেক্ষার পালা শেষ হলো! কার্টুন পিপল কমিক্স থেকে প্রকাশিত হতে যাচ্ছে কার্টুনিস্ট রাশাদ ইমাম তন্ময়ের এর আঁকা ও লেখায় ‘রুস্তম পালোয়ান’ সিরিজের ২য় কমিক্স- ডাইনির অভিশাপ!
বাংলা রুপকথার দুনিয়াকে ঘিরে এই কমিক্সটির প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে শনিবার (২৮ ডিসেম্বর) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ-এ জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
এতে অতিথি হিসেবে থাকবেন কার্টুনিস্ট আহসান হাবীব, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন, শিল্পী সব্যসাচী হাজরা প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রূম্পা সৈয়দা ফারজানা জামান ও অনুষ্ঠানটিতে শিশুদের জন্য গান গাইবেন গায়ক ও সংগীতপরিচালক খৈয়াম সানু সন্ধি।
মোড়ক উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানটিতে থাকছে একাধারে পাপেট সেশন, গান , কমিক্স রিডিং ও সব বয়সিদের জন্য ড্রইং ওয়ার্কশপ।