“সব ম্যাচেই মেসি পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়। ক্লাসিকোয় সে সবসময়ই অনেক বড় প্রভাব রাখে। কিন্তু আমাদেরও দেখতে হবে, (খেলার জন্য) সে কতটুকু তৈরি”, বুধবার সাংবাদিকদের আরও বলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
মেসির অনুপস্থিতিতে নেইমারকে সঙ্গে নিয়ে বার্সেলোনাকে ভালোভাবেই টেনে চলেছেন সুয়ারেস। কাতালুনিয়ার দলটি এ মুহূর্তে লা লিগায় শীর্ষে রয়েছে। তা সত্ত্বেও মেসিকে নিজেদের ওপরেই রাখছেন সুয়ারেস। “সে যা অর্জন করেছে এবং এখনও যা করছে, তার হিসেবে লিও অন্য যে কোনো খেলোয়াড়ের ওপরে রয়েছে।”
মেসির সঙ্গে সতীর্থ নেইমারকে প্রশংসা করতেও ভোলেননি সুয়ারেস।“নেইমার চমৎকার। মেসির পরে সে অনায়াসেই বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার। এ মুহূর্তে সে অবিশ্বাস্য খেলছে এবং এটা দেখাটাও অনেক বড় ব্যাপার।”