বিপিএলের জমকালো উদ্বোধন

বিডি মেট্রো নিউজ ।। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সম্পন্ন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী মঞ্চ রাঙিয়ে ক্রিকেটপ্রেমীদের মন মাতালো দেশি-বিদেশি তারকারা।

bpl-6-icon.1

উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা উঠে সন্ধ্যা সাড়ে ৫টায়। গভীর রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে চ্যানেল নাইন।

সূচি অনুযায়ী মডেল ও অভিনেত্রী মৌ নৃত্য পরিবেশনের পর বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড এলআরবি ও চিরকুট সংগীত পরিবেশন করে। তাদের পরেই মঞ্চ মাতান ফোক সম্রাজ্ঞী মমতাজ।

bpl-momtaj

এরপর সভাপতির ভাষণ দিতে মঞ্চে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এর ক্ছিুক্ষণ পরেই এক এক করে মঞ্চে উঠে আসেন সব ফ্র্যাঞ্চাইজির অধিনায়করা। সাকিব আল হাসান দেশে না থাকায় রংপুরের হয়ে মঞ্চে আসেন সৌম্য সরকার। মঞ্চে উঠে তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন এবং এবারের আসরে নিজেদের দল নিয়ে ভালো করার জন্য উপস্থিত দর্শকদের কাছে দোয়া চান।

এরপরই শুরু হয় ধামাকা। বলিউডের সুপারহিট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ নাচেন তার জনপ্রিয় সব গানের তালে। জ্যাকুলিনের পর প্রথমবারের মতো ঢাকার মঞ্চে উঠেন বলিউড হার্টথ্রব হৃতিক রোশন। তিনি আধা ঘণ্টা নাচের তালে নাচালেন দর্শকদের। তাদের সঙ্গে ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে( কৃষ্ণকুমার কুন্নাথ)। এরপর আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email

Related Posts