বিডি মেট্রোনিউজ ।। অনেক জল্পনা-কল্পনার পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। আজ রোববার দুপুর দুইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।
উদ্বোধনী ম্যাচ শেষে একই মাঠে সন্ধ্যা পৌঁনে সাতটায় কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমদিনের দুটি ম্যাচকে সামনে রেখে শনিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেন চার দলই। সকালে অনুশীলন করে রংপুর। ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে নেটে অনুশীলন করেছেন দলটির ওপেনার সৌম্য সরকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মিসবাহ-উল-হক ও ড্যারেন স্যামি যোগ দেন অনুশীলনে।
দলটির অধিনায়ক সাকিব আল হাসান রাতে ঢাকায় ফিরে রোববার সকালে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার। এছাড়া লঙ্কান স্পিনার সাচিত্রা সেনানায়েকে যোগ দেবেন শনিবার রাতেই।
রংপুর রাইডার্স স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার , আরাফাত সানি, মুক্তার আলী, মোহাম্মদ মিথুন, সাকলাইন সজিব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, মোহাম্মদ মুরাদ খান, রাসেল আল মামুন, ড্যারেন স্যামি, লিন্ডল সিমন্স, সাচিত্রা সেনানায়েকে, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ নবী।
সাকিবদের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংসে শনিবার যোগ দিয়েছেন তিন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির, সাঈদ আজমল ও কামরান আকমল। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশেই রয়ে গেছেন এলটন চিগুম্বুরা। এছাড়া যোগ দিয়েছেন দলটির ব্যাটিং কোচ মারভান আতাপাত্তু ও বোলিং কোচ আকিব জাভেদ।
চিটাগং ভাইকিংস স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, ইলিয়াস সানি, শফিউল ইসলাম, এনামুল হক (জুনি:), নাঈম ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আসিফ আহমেদ রাতুল, নাফিস ইকবাল, সাঈদ আজমল, উমর আকমল, কামরান আকমল, মোহম্মদ আমির, জীবন মেন্ডিস, চামারা কাপুগেদারা, রবিন পিটারসন, এলটন চিগুম্বুরা।
নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দুপুরে অনুশীলন করে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকা ডায়নামাইটসে যোগ দিয়েছেন দলটির অধিনায়ক কুমার সাঙ্গাকারা। রায়ান টেন ডয়েসক্যাট ও ডেভিড মালানও ছিলেন অনুশীলনে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে অনুশীলনে যোগ দেন মোসাদ্দেক হোসেন সৈকত।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াড: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, আবুল হাসান রাজু, নাবিল সামাদ, ফরহাদ রেজা, ইরফান শুক্কুর, রায়ান টেন ডয়েসক্যাট, ডেভিড মালান, শাহজিব হাসান, মোহাম্মদ ইরফান, সোহেল খান, নাসির জামসেদ, ইয়াসির শাহ।
মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনিল নারিন ও ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেনস। বাকি বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন শনিবার রাতেই। শুক্রবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান মাশরাফি। তবে চোট গুরুতর না হওয়াও শনিবারই ? অনুশীলনে নামেন তিনি। প্রথম ম্যাচে তার মাঠে নামা মোটামুটি নিশ্চিত।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, সাঞ্জামুল ইসলাম, আরিফুল হক, মাহমুদ হাসান লিমন, মো: নাঈম ইসলাম (জুনিয়র), আবু হায়দার রনি, ধীমান ঘোষ, আহমেদ শেহজাদ , শোয়েব মালিক, নুয়ান কুলাসেকারা, লাহিরু থিরিমানে, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, মারলন স্যামুয়েলস, ক্রিসমার সান্তোকি, ড্যারেন স্টিভেনস।