বার্সেলোনার সুনামিতে উড়ে গেল রিয়াল

বিডি মেট্রোনিউজ ।। বার্সেলোনার সুনামিতে উড়ে গেল রিয়াল। রিয়েলের ডেরায় এসে আক্রমণের সুনামি আর ফুটবল–শিল্পের ফুল ফুটিয়ে তুড়ি মেরে উড়িয়ে দিল বার্সেলোনা।  যেমন খুঁতহীন খেলা, তেমন ছবির মতো গোল। রিয়েল মাদ্রিদের মাঠে খেলা। সান্তিয়াগো বের্নাবু‍ জুড়ে রোনাল্ডো, বেঞ্জিমার, জেমস রডরিগেজদের জন্য প্রবল সমর্থন। তবু শুরু থেকেই খেলায় দাপট বার্সেলোনার ফুটবলারদের। মেসিকে ছাড়াই।

৫৬ মিনিটে মেসি নামার আগেই তিন গোল করে ফেলে রিয়েল বধ সেরে ফেলে বার্সেলোনা। তার আগেই আরও বেশি গোলের লজ্জা রিয়েলের ঘাড়ে চাপেনি ভাগ্য ভাল। একতরফা খেলা। তাতেই শেষপর্যন্ত জিতল ৪–০ গোলে। এদিনের খেলা দেখে মনে হল মাঠে শুধু আছে লুই এনরিকের ফুটবলাররা।

বার্সেলোনার অ্যাটাকিং ফ্লো–টা দুর্দান্ত, একইসঙ্গে বলতে হবে ডিফেন্স, মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে এমন একটা বোঝাপড়া ও ছন্দ ছিল, যেটা শিল্প ছাড়া কিছু বলা যায় না। সব কিছু যেন এক সুতোয় বাঁধা। সাপোর্টিং প্লে–টাও দুরন্ত। আক্রমণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বল ছুঁতেই দিচ্ছিল না বার্সেলোনার ডিফেন্ডাররা।

রাকিটিচের জায়গায় মেসি আসার পর তো রিয়েলের অসহায় ভাবটা আরও বাড়ল। মেসির দিকে নজর গিতে গিয়ে চার নম্বর গোলটাও হজম করে ফেলল রিয়েল। শুরু থেকে মেসি খেললে, এই ধ্বংসাত্মক মেজাজের সামনে রিয়েলকে আরও কত বড় হারের লজ্জায় পড়তে হত কে জানে।

Print Friendly, PDF & Email

Related Posts