বিডি মেট্রোনিউজ ।। শুরু হয়েছে বিপিএলের তৃতীয় আসর । দিন গড়াচ্ছে আর একে একে শেষ হয়ে যাচ্ছে একেকটি দূর্দান্ত ম্যাচ। কখন কার খেলা, আপনার পছন্দের দলের খেলার দিনটি দেখতে একটু চোখ বুলিয়ে নিন সময়সূচিতে-
চলুন আরো একবার দেখে নেওয়াক যাক বিপিএলের তৃতীয় আসরের চূড়ান্ত সময়সূচি।
প্রথম পর্ব-ভেন্যু ঢাকা
তারিখ মুখোমুখি সময়
২২ নভেম্বর রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যা ৬.৪৫টা
২৩ নভেম্বর সিলেট সুপার স্টার্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
রংপুর রাইডার্স-বরিশাল বুলস সন্ধ্যা ৬.৪৫টা
২৪ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-বরিশাল বুলস সন্ধ্যা ৬.৪৫টা
২৫ নভেম্বর রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস সন্ধ্যা ৬.৪৫টা
২৬ নভেম্বর সিলেট সুপার স্টার্স-রংপুর রাইডার্স বেলা ২টা
চিটাগাং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৪৫টা
২৭ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৪৫টা।
দ্বিতীয় পর্ব- ভেন্যু চট্টগ্রাম
তারিখ মুখোমুখি সময়
৩০ নভেম্বর বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টার্স সন্ধ্যা ৬.৪৫টা
১ ডিসেম্বর রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৪৫টা
২ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-চিটাগাং ভাইকিংস সন্ধ্যা ৬.৪৫টা
৩ ডিসেম্বর রংপুর রাইডার্স-বরিশাল বুলস বেলা ২টা।
তৃতীয় পর্ব-ভেন্যু ঢাকা
তারিখ মুখোমুখি সময়
৬ ডিসেম্বর সিলেট সুপার স্টার্স-বরিশাল বুলস বেলা ২টা
রংপুর রাইডার্স-ঢাকা ডাইনামাইটস সন্ধ্যা ৬.৪৫টা।
৭ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬.৪৫টা।
৮ ডিসেম্বর চিটাগাং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬.৪৫টা।
৯ ডিসেম্বর সিলেট সুপার স্টার্স-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস সন্ধ্যা ৬.৪৫টা।
১০ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টার্স বেলা ২টা
বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৪৫টা।
১২ ডিসেম্বর সময় বেলা ২টা ও সন্ধ্যা ৬.৪৫টা
প্রথম সেমিফাইনাল বা কোয়ালিফায়ার (পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল)
এলিমিনেটেড ম্যাচ (পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বর দল)।
১৩ ডিসেম্বর
দ্বিতীয় সেমিফাইনাল বা কোয়ালিফায়ার (প্রথম কোয়ালিফায়ার পরাজিত বনাম এলিমিনেটর বিজয়ী)।
১৫ ডিসেম্বর ।। দ্য বিগ ফাইনাল