বিডি মেট্রোনিউজ ।। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার ও রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।
বরিশালের বিপক্ষে ম্যাচের আগে বিপিএলে সাকিবের পরিসংখ্যান ছিলো ২৪ ম্যাচে ৩০ উইকেট। শীর্ষে ছিলেন চট্টগ্রাম ভাইকিংসের এনামুল জক জুনিয়র। আগের দুই আসরে চট্টগ্রাম কিংসের হয়ে ২৫ ম্যাচে অংশ নিয়ে ৩১ উইকেট শিকার করেন এনামুল। বরিশালের বিপক্ষে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান সাকিব।
চলমান আসরে চট্টগ্রাম ভাইকিংসের প্রথম দুই ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ খেলেছেন এনামুল। ঐ ম্যাচ থেকে কোন উইকেট শিকার করতে পারেননি এনামুল। ২২ ম্যাচে ২৮ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন গত দুই আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসে খেলা আব্দুর রাজ্জাক। চলতি আসরে রংপুর রাইডার্সে খেলছেন রাজ্জাক।