বিপিএলের প্রথম ম্যাচেই বরিশালের বাজিমাত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট ১৫৫ রান করে বরিশাল। জবাবে শেষ বলে ১৪২ রানে অলআউট হয়ে যায় রংপুর।

লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই সৌম্য সরকারকে (৭ বলে ১৭) হারায় রংপুর। ষষ্ঠ ওভারেই ফিরে যান অধিনায়ক সাকিব। ১২ বলে ৬ রান করে বিদায় নেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স আর আগের ম্যাচের সেরা খেলোয়াড় মিসবাহ-উল-হকও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। দুই জনই ফিরেন ১৯ রান করে।

৬৬ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া রংপুরের আশা বাঁচিয়ে রাখেন মোহাম্মদ মিঠুন ও থিসারা পেরেরা। এই দুই জন ৬.৩ ওভারে গড়েন ৬৮ রানের চমৎকার এক জুটি। ১৯তম ওভারে দুই রান নিতে গিয়ে থিসারার (১৭) রান আউটে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা এই জুটি।

মোহাম্মদ সামির করা সেই ওভারেই উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে মিঠুন ফিরে গেলে বড় একটা ধাক্কা খায় রংপুর। আগের ম্যাচে শূন্য রানে ফেরা মিঠুন খেলেন ৫৫ রানের চমৎকার এক ইনিংস। তার ৩২ বলের ঝড়ো ইনিংসটি ৫টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।

সামির সেই ওভারে ৮ রান তুলতেই থিসারা-মিঠুনকে হারিয়ে ম্যাচ থেকে দূরে সরে যায় রংপুর। আগের দিন সংবাদ সম্মেলনে মিসবাহ বলেছিলেন, মিরপুরে শেষের দিকে ওভার প্রতি ১৫ রানও করা সম্ভব। এদিন শেষ ওভারে সেই ১৫ রানই পেয়েছিল রংপুর। কিন্তু কুপারের দারুণ বোলিংয়ে ১ রানের বেশি নিতে পারেনি দলটি। শেষ চার উইকেট হারিয়ে অলআউটও হয়ে যায় তারা।

Print Friendly, PDF & Email

Related Posts