বিডি মেট্রোনিউজ ।। আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীনের ক্লাব হেবাইয়ের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ ফুটবল দল। ম্যাচে ১-০ গোলে জিতল জাতীয় দল। চীনের এই আমন্ত্রণমূলক প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে হেরেছে লোপেজের জাতীয় দল।
প্রথম ম্যাচে মিয়ানমারের একটি ক্লাবের বিপক্ষে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে চীনের তৃতীয় স্তরের ক্লাব লিজিয়ানের কাছেও ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ জাতীয় দল।
৩৯ মিনিটে তকলিচ আহমেদের গোলে এগিয়ে যাওয়া দল বাকিটা সময় ঘর সামলে তুলে নেয় প্রতীক্ষার এই জয়।
এই বছরের শুরুতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে সর্বশেষ জিতেছিল বাংলাদেশ। এর পর ১১টি আন্তর্জাতিক ম্যাচে জয়ের মুখ দেখেনি জাতীয় দল। এই ছয় ম্যাচের পাঁচটিতে বাংলাদেশের হজম করা মোট গোলের সংখ্যা ২০!
এমন একটা পরিস্থিতিতে হেবেইয়ের মতো অখ্যাত একটি দলের বিপক্ষে ১-০ গোলের জয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু না থাকলেও দীর্ঘ জয় খরা কাটিয়ে ওঠায় স্বস্তি খুঁজতেই পারেন ফুটবলপ্রেমীরা।