হাসানুর কাবির মেহেদী, জলঢাকা (নীলফামারী) ।। দারিদ্র বিমোচনে কৃষি উৎপাদনে রিপার যন্ত্রের মাধ্যমে সহজ পদ্ধতিতে জমির ধান গোলায় ওঠা সম্ভব হলে কৃষকের অধিক মুনাফা অর্জন হবে।
এ বিষয়কে প্রাধান্য দিয়ে নীলফামারীর জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের আলহাজ্ব মিজানুর রহমান কৃষি কলেজ মাঠে সোমবার ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় রিপার (ধান) প্রদর্শনী ও মাঠ দিবস সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আফতাব হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহফুজুল হক, নজরুল ইসলাম প্রমুখ।
কৃষিতে যান্ত্রিকীকরণের উপর গুরুত্বারোপ করে সকল কৃষক-কৃষাণীদের রিপার যন্ত্রসহ আধুনিক কৃষি সরঞ্জাম ব্যক্তিগত অথবা কয়েকজন মিলে ক্রয় করে স্ব জমিতে প্রয়োগসহ ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে আয়বর্ধক পথ সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন।
একই দিনে শিমুলবাড়ী ইউনিয়ন ও কাঠালী ইউনিয়নেও অনুরুপ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।