মেট্রো নিউজ : নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সিপিএন-ইউএমএল দলের প্রধান কেপি শর্মা অলি। নেপালের কংগ্রেসের ভোটে সভাপতি সুশীল কৈরালাকে হারিয়ে দেশটির ৩৮ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
নেপালের কংগ্রেসে ৫৮৭ জন সদস্যের ৩৩৮ টি ভোট পেয়েছেন কেপি শর্মা অলি। সুশীল কৈরালা পেয়েছেন ২৪৯ ভোট। নেপালের প্রধানমন্ত্রী হতে কংগ্রেসের ২৯৯ জন সদস্যের সমর্থন প্রয়োজন। কংগ্রেসে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় আইন অনুযায়ী কারো নিরপেক্ষ থাকার সুযোগ নাই , তাই ৫৮৭ জন সদস্যকেই এই দুইজনের একজনকে বেছে নিতে হয়েছে।
এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচনকে সামনে রেখে পদত্যাগ করেছিলেন সুশীল কৈরালা। ৬৩ বছর বয়সী কেপি শর্মা অলি ২০১৪ সালের জুলাইয়ে সিপিএন-ইউএমএলের প্রধান নেতা নির্বাচিত হন। কংগ্রেসে তিনি নেপালের ঝাপা ৭ আসনের প্রতিনিধিত্ব করেন। অলি এর আগে ২০০৬ সালের গিরিজা প্রসাদ কৈরালার অন্তবর্তীকালীন সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ত্ব পালন করেন। ১৯৯৪ সালে ইউএমএল নেতৃত্বাধীন মন্ত্রীসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ত্বও পালন করেছেন তিনি। হিমালয়ান টাইমস।