সৈয়দা রেহানা ফের গার্ল গাইডসের জাতীয় কমিশনার

বিডি মেট্রোনিউজ ।। ১৯ হতে ২২ নভেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ৩৮ তম জাতীয় পরিষদ অধিবেশন ও নির্বাচন- বেইলী রোড, গাইড হাউজ, জাতীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম।

৩৮ তম জাতীয় পরিষদ অধিবেশন ও নির্বাচনে এসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমিশনার, বিভিন্ন সাব কমিটির সদস্য, সকল অঞ্চল হতে আগত কাউন্সিলরবৃন্দ, গাইডার, রেঞ্জার, যুবানেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ৩০০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের  উপসচিব বেগম সালমা জাহান এই অধিবেশনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

২১ নভেম্বর অংশগ্রহণকারী কাউন্সিলররা ভোটের মাধ্যমে ২০১৫ হতে ২০১৮ পর্যন্ত তিন বছরের জন্য জাতীয় কার্যনির্বাহী কমিটির ২৪ জন সদস্যকে নির্বাচিত করেন। নির্বাচনে সৈয়দা রেহানা ইমাম ২য় বারের মত বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার হিসেবে নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দিতায় কোষাধ্যক্ষ পদে ডাঃ আসমা বানু  এবং যুবাত্রেী পদে ফারজানা সুলতানা নির্বাচিত হন।

national-assembly-2015

অন্য নির্বাচিত সদস্যরা হলেন, প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, সিরাজুম মুনিরা, মাহফিয়া পারভীন, রওশন ইসলাম, বেলা রানী সরকার, নিরূপা দেওয়ান, সাহেদা হোসেন চৌধুরী, মৌছুফা বেগম, রীতা জেসমিন, মনোয়ারা বেগম, চাঁদ সুলতানা, রাহেনারা বেগম, রওশন আরা খান, মারিয়া ইয়াসমিন, বেগম ফয়জুন নাহার শেলী, নূরজাহান আরা বেগম, ডা: রাজিয়া সুলতানা (রোজী), ক্ষমারনী দাস, খন্দকার আফরোজা বেগম, ফরিদা ইয়াসমীন, ফেরদৌসী আক্তার ডলি। নির্বাচন শেষে নব-নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জরিনা আখতার।

জরিনা আখতারকে সভানেত্রী করে আফরোজা আক্তার, আখন্দ জান্নাতুল মাওয়া বেলী, রাহেলা খানম, কামরুন নাহার বেলী সহ ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। এই কমিটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচন সম্পন্ন করেন।

দু’দিনের অধিবেশনে জাতীয় কার্যালয় ও সকল অঞ্চলের ২০১৩-২০১৪ অর্থসালের অডিট প্রতিবেদন পেশ ও অনুমোদন, ২০১৫-২০১৬ অর্থসালের সংশোধিত বাজেট পেশ ও অনুমোদিত হয়। এ ছাড়া এসোসিয়েশনের সিদ্ধান্ত এবং উপকমিটির প্রতিবেদনসহ বিশ্ব কোটা ও বিশ্ব চিন্তা দিবস এবং অন্যান্য ফিসের হার নির্ধারণ করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts