জলঢাকায় মনোনয়নপত্র নিল যুবলীগ-জামায়াত

হাসানুর কাবির মেহেদী, জলঢাকা (নীলফামারী) ।।  জলঢাকায় আসন্ন পৌর নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও পৌর জামায়াতের আমির আলহাজ্ব মকবুল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে স্ব-হস্তে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। নির্বাচন কর্মকর্তার অনুপস্থিতিতে অফিস সহকারী আবুল কাশেম তাদের হাতে এই মনোনয়ন পত্র তুলে দেন।

৩০ ডিসেম্বর পৌর নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সম্ভব্য প্রার্থীদের তোরজোর শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় সমর্থনের আশায় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানান তিনি।

এ দিকে পৌর জামায়াতের আমির আলহাজ্ব মকবুল হোসেন বলেন, দলের কেন্দ্রেীয় সিদ্ধান্ত মোতাবেক সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছি। বিএনপি নির্বাচন করলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার জোটগত কোন নির্বাচন হবে না।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে কাউন্সিলর পদে ৫টি ও মহিলা সংরক্ষিত আসনের জন্য ২টি মনোনয়ন সংগ্রহ করেছেন।

Related Posts