প্রথম গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার জয়

বিডি মেট্রোনিউজ ।। প্রথম গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার জয়। ক্রিকেট ইতিহাসের প্রথম দিন-রাতের টেস্ট জিতল অস্ট্রেলিয়া৷নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ছিনিয়ে নিল স্মিথরা৷ অ্যাডিলেডে ফ্লাডলাইটের আলোয় অজিদের এই ‘গোলাপি’ টেস্ট জয়ের স্বাক্ষী থাকলেন ৩৩,৯২৩ জন৷

এই দিনেই আজ থেকে আট মাস আগে বিশ্বকাপ ফাইনালে কিউইদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ক্লার্কের অস্ট্রেলিয়া৷ কিন্তু সেই ম্যাচের থেকেও বহুগুণ উত্তেজনা ছিল এই ম্যাচে৷ টেলএন্ডার পিটার সিডলের দু’রানের সুবাদে রুদ্ধশ্বাস ম্যাচ ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া৷

তিন দিনের মধ্যেই হয়ে গেল এই টেস্টের ফয়সালা৷ ১৯৫১-র পর অ্যাডিলেড ওভালে এই ঘটনা প্রথম৷ গোলাপি বলে দিন-রাতের এই প্রথম টেস্ট খেলল দুই দেশ৷ গোধূলি আলোয় ম্যাচের রঙ বদলে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করল গোলাপি টেস্ট৷

প্রথম দু’দিনে পড়ল ২৫টি উইকেট৷ নিউজিল্যান্ড রবিবার ৯৪ রানের লিড নিয়ে ১১৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ শুরু করেছিল৷ ২০৮ রানে শেষ হয়ে যায় কিউ‍ইদের ইনিংস৷ জোশ হ্যাজেলউড কেরিয়ারের সেরা বোলিংটা করলেন এই গোলাপি বলেই ৭০ রানে ছ’উইকেট নেন অজি পেসার৷

অন্যদিকে ট্রেন্ট বোল্টও নিলেন ৬০ রানে পাঁচ উইকেট৷ কিন্তু শেষ বেলায় অস্ট্রেলিয়াই বাজিমাত করে গেল৷ তিনম্যাচের সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ২০৮ রানে জয় ছিনিয়ে আনে৷ দ্বিতীয় টেস্টটি ড্র হয়ে যায়৷

নিউজিল্যান্ড ২০২ ও ২০৮
অস্ট্রেলিয়া ২২৪ ও ১৮৭/৭ ( ৫১.০ ওভার)
তিন উইকেটে জয়ী অস্ট্রেলিয়া৷

Print Friendly, PDF & Email

Related Posts