বিডি মেট্রোনিউজ ।। সাকিবকে ছুঁলেন মুস্তাফিজ। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এ বছর চমক জাগানো পেসার মুস্তাফিজুর রহমান। এই প্রথম বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেল বাংলাদেশের কোনো ক্রিকেটার। এর আগে আইসিসির বর্সসেরা দলগুলোয় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। ২০০৯ সালের বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছিলেন এই অলরাউন্ডার।
ওয়ানডে ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই মুস্তাফিজের যা পারফরম্যান্স, তাতে বর্ষসেরা দলে জায়গা পাওয়ায় বিস্ময় থাকছে সামান্যই। তবে বিস্ময়কর হতে পারে আরেকটি তথ্য। বর্ষসেরা দল নির্বাচনে বিবেচনায় নেওয়া সময়ে মাত্র ৬ টি ওয়ানডে খেলেছেন মুস্তাফিজ। তাতেই জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে! এটাই বলে দিচ্ছে, কতটা নজরকাড়া ও প্রভাব বিস্তারী ছিল মুস্তাফিজের পারফরম্যান্স।
বর্ষসেরা দল ২০১৫ নির্বাচনের বিবেচনায় নেওয়া হয়েছে গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে এই বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স। এই সময়ে ৬টি ওয়ানডে খেলে মুস্তাফিজের উইকেট ছিল ১৮টি।
গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন মুস্তাফিজ। তবে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন তিনি ওয়ানডে দিয়েই। জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। পরের ম্যাচে নিজেকেও ছাড়িয়ে গিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ক্যারিয়ারের প্রথম ২ ওয়ানডেতেই ১১ উইকেট নেই ওয়ানডে ইতিহাসে আর কারও।
বর্ষসেরা একাদশ নির্বাচন করেছে আইসিসির একটি নির্বাচক দল। যেটির প্রধান ছিলেন ভারতের স্পিন কিংবদন্তি ও আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। নির্বাচকদের বাকিরা ছিলেন সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ, সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্ক বুচার, অস্ট্রেলিয়ার নারী দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক্ ও ভারতের ক্রীড়া সাংবাদিক, দা হিন্দু ও স্পোর্টস্টারের ডেপুটি এডিটর জি. বিশ্বনাথ।
বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক মনোনীত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। গত পাঁচ বছরের মধ্যে চারবারই বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং-বিস্ময়, তবে নেতৃত্ব পেলেন এই প্রথম।