বিডি মেট্রোনিউজ ।। জাতির জনক কন্যার মমতাভরা মনের কথা কার না জানা। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে জাতি আরেকবার দেখতে পেল মমতাভরা এই প্রধানমন্ত্রীকে। এইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকবার পরম মমতায় বুকে টেনে নিলেন প্রতিবন্ধীদের।
বৃহস্পতিবার দুপুরে ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে আবারও সে রকম দৃশ্যেরই দেখা মেলে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রতিবন্ধী শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীসহ অন্য অতিথিরা দর্শক সারিতে নির্ধারিত আসনে বসবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। সঞ্চালক সেই ঘোষণাই দিচ্ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী আলোচনা মঞ্চ থেকে নেমে গেলেন। তখন নিরাপত্তা কর্মীসহ সবার চোখ ছানাবড়া! কারণ সোজা দর্শক সারিতে বসা শত শত প্রতিবন্ধীদের দিকে ছুটে গেলেন। একেবারে দর্শকদের ভিড়ে ঢুকে গেলেন তিনি।
প্রধানমন্ত্রীকে এতোটা কাছে পেয়ে উপস্থিত প্রতিবন্ধী শিশু-কিশোররাও সুযোগটা লুফে নেন। প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী, পরম মততায় বুকে টেনে নেন। প্রধানমন্ত্রীর মমতাময়ী পরশ পেয়ে দুই একজন কেঁদেই ফেলেন।
কয়েকজন আবার প্রধানমন্ত্রীর মমতাময়ী পরশকে স্মৃতিতে ধরে রাখতে ছবি তোলার আবদার করেন। শেখ হাসিনাও নিরাস করেননি তাদের, এমনকি অভিভাবকদের। এসব দেখে উপস্থিত অনেকেই বলেন, এই হচ্ছে আমাদের মমতাময়ী হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছুক্ষণ প্রতিবন্ধী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান। তিনি এসব শিশুদের সঙ্গে বন্ধুবাৎসল হয়ে মিশে রইলেন। উপস্থিত সবাই অবাক হয়ে পুরো দৃশ্যটি পলকহীন দৃষ্টিতে দেখতে লাগলেন। প্রতিবন্ধীদের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও মমতার ছাপ উপস্থিত অতিথিদের মধ্যেও প্রভাব বিস্তার করে।
পরে প্রধানমন্ত্রী দর্শক সারিতে বসে প্রতিবন্ধী শিশু-কিশোরদের দ্বারা পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সবশেষে তিনি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।