মাথা উচুঁ করে দাঁড়াতে পারেনি রংপুর

বিডি মেট্রোনিউজ ।। প্রথম ওভারে ব্যাটিং বিপর্যয়ের পর রংপুর আর মাথা উচুঁ করে দাঁড়াতে পারেনি। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ছয় ওভারে মাত্র ২৮ রান সংগ্রহ করে রংপুর। একই সঙ্গে উইকেট হারায় তিনটি। সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মোহাম্মদ মিথুন আউট হয়ে ফিরে যান।

১০৪ রান সংগ্রহ করে পূর্ণ ২০ ওভারে। সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জহুরুল ইসলাম। ২২ রান আসে মিসবাহ-উল-হকের ব্যাট থেকে।

ব্যাটিং বিপর্যয়ের পর জয়ের প্রত্যাশা করা কঠিন। তারপরও বৃষ্টির সুবাদে বরিশাল ১৩ ওভারে ৭৫ রানের টার্গেট পেলে তিন বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে শেন জার্গেনসেন বলেন, ‘প্রথম ছয় ওভারে আমরা উইকেট হারাবো না সেই পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। কিন্তু আমরা খুবই হতাশ। আমরা প্রথম ছয় ওভারেই  তিন উইকেট হারিয়ে বসি। আমার মনে হয় আমরা সেখানেই ম্যাচটি হেরে বসি। মাত্র দুদিন আগে আমরা অসধারণ খেলে জয় পেয়েছি। কিন্তু আজ খুব বাজেভাবেই হেরেছি।’

ব্যাটিং বিপর্যয়ের পর জয়ের প্রত্যাশা করা কঠিন। তারপরও বৃষ্টির সুবাদে বরিশাল ১৩ ওভারে ৭৫ রানের টার্গেট পেলে তিন বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে শেন জার্গেনসেন বলেন, ‘প্রথম ছয় ওভারে আমরা উইকেট হারাবো না সেই পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। কিন্তু আমরা খুবই হতাশ। আমরা প্রথম ছয় ওভারেই  তিন উইকেট হারিয়ে বসি। আমার মনে হয় আমরা সেখানেই ম্যাচটি হেরে বসি। মাত্র দুদিন আগে আমরা অসধারণ খেলে জয় পেয়েছি। কিন্তু আজ খুব বাজেভাবেই হেরেছি।’

 

 

Print Friendly, PDF & Email

Related Posts