গেইল ছক্কা সর্বত্র আলোচনায়

বিডি মেট্রোনিউজ ।। বুধবার যে ছক্কার ঝড় বইয়ে দিলেন ক্রিস গেইল, সে আলোচনা থামছেই না। বৃহস্পতিবারও সে আলোচনা ছিল সকলের মুখে মুখে। কী অফিস, কী চায়ের দোকান সবখানেই মুখরোচক গেইল ছক্কা। এবারের বিপিএলে প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস গেইল। পিঠের চোট কাটিয়ে দীর্ঘ চার মাস পর এই টুর্নামেন্ট দিয়েই ফিরেছেন মাঠে। তাই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। মন্থর ও অসমান বাউন্সের উইকেটেও পারছিলেন না নিজের মত শট খেলতে।

বুধবার উইকেট ছিল তুলনামূলকভাবে ভালো। বল ব্যাটে এসেছে। গেইলের ব্যাটও হেসেছে। আর গেইলের স্বাভাবিক ব্যাটিং মানেই তো ছক্কার ঝড়! ৪৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসটির পথে ৯টি ছক্কা মেরেছেন জ্যামাইকান ব্যাটিং দানব। আর তাতে ছাড়িয়ে গেছেন নিজেরই একটি রেকর্ড।

এই ৯ ছক্কায় এই বছর টি-টোয়েন্টিতে গেইলের ছক্কা হলো ১২৫টি। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ছক্কার নতুন রেকর্ড এটি। ২০১২ সালে গেইলেরই ১২১ ছক্কা ছিল আগের রেকর্ড।

খুব বেশি অবাক হওয়ার নেই যে, রেকর্ডের তালিকায় পরের দুটি জায়গাতেও বিস্ফোরক এই ওপেনার। ২০১১ সালে মেরেছিলেন ১১৬টি ছক্কা, ২০১৩ সালে ঠিক ১০০টি।

গেইল ছাড়া এক বছরে ছক্কার  সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। ২০১০ সালে ৮০টি ছক্কা মেরে যোজন যোজন পেছনে থেকে রেকর্ডের পাঁচ নম্বরে আছেন টি-টোয়েন্টির আরেক ‘হটকেক’ কাইরন পোলার্ড। ২০১২ সালে পোলার্ড মেরেছিলেন ৭৮টি ছক্কা।

বলার অপেক্ষা রাখে না, টি-টোয়েন্টিতে মোট ছক্কার রেকর্ডেও অনেকটা ব্যবধানে এগিয়ে থেকে সবার ওপরে গেইল। ক্যারিয়ারে ২২০ ইনিংসে ৫৮৭টি ছক্কা মেরেছেন গেইল। ২৬৭ ইনিংসে ৩৮৮ ছক্কা মেরে দুইয়ে পোলার্ড।

এই বিপিএলে নিজের আরেকটি টি-টোয়েন্টি রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার পথে আছেন গেইল। এই বছর এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ১ হাজার ৪৩২ রান করেছেন জ্যামাইকান হ্যারিকেন। ২০১২ সালে করেছিলেন ১ হাজার ৫৩২ রান, এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড যেটি।

Print Friendly, PDF & Email

Related Posts