মেসিকে নিয়ে নতুন করে শঙ্কা

বিডি মেট্রোনিউজ ।।  ইনজুরিতে থাকায় লেভারকুজেনের বিপক্ষে দলে ছিলেন না নেইমার। স্কোয়াডে থাকলেও লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও হাভিয়ের মাশ্চেরানোকে মাঠে নামাননি কোচ লুইস এনরিক। তাই মেসির কাঁধে একটা বাড়তি চাপ ছিলই। দলের হয়ে ওই ম্যাচে এক গোল করলেও এখন মেসিকে নিয়েই নতুন করে শঙ্কা তৈরী হয়েছে।

লেভারকুজেনের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন মেসি। আগামী শনিবার লা লিগার ম্যাচে দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে বার্সা। ওই ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়েই হয়তো মেসির ফিটনেস ঘাটতির বিষয়টি নির্ভর করবে।

দুই মাসের ইনজুরি কাটিয়ে কয়েকদিন আগে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে ফিরেছেন মেসি। এরপর মাত্র চার ম্যাচ খেলার পর চারবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ফিটনেস নিয়ে আবারও শঙ্কা তৈরী হয়েছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় ভোগেন মেসি।

যদিও পুরো নব্বই মিনিট খেলেই তিনি মাঠ ছাড়েন। তবে তার ইনজুরি নিয়ে অফিসিয়ালি এখনও কিছু বলেনি বার্সা।

Print Friendly, PDF & Email

Related Posts