তবু বরিশালকে ভয় মাশরাফির

বিডি মেট্রোনিউজ ।। ক্রিস গেইল নেই। তুবও বরিশাল বুলসকে নিয়ে আলাদা ভয় কাজ করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ভয়টা হচ্ছে, দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই ১৬১ তাড়া করে জিতেছে তারা। অবশ্যই এ দলটিকে বাহবা দিতেই হয়। মাশরাফি বিন মুর্তজাও সেই পথেই হাঁটলেন।

বিপিএলের ফাইনালের আগের দিন সোমবার হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বলেন, ‘তারা (বরিশাল) ফাইনাল ডিজার্ভ করে। দলটি পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে। রিয়াদ (মাহমুদউল্লাহ) এবং রিয়াদের সতীর্থদের অভিনন্দন। আর অবশ্যই তারা অনেক শক্তিশালী দল। আর শক্তিশালী দল বলেই তারা ফাইনাল খেলছে। হ্যাঁ তাদের হয়ে গেইল খেলছে না। তারপরও কিন্তু তারা ভালো দল। হালকা ভাবার কোনো সুযোগ নেই। গেইলকে ছাড়াও কাল (রোববার) ১৬১ তাড়া করে জিতেছে। তারা এখনো অনেক বড় দল গেইলকে ছাড়াও।’

পাঁচ ম্যাচ খেলার জন্য বাংলাদেশে এলেও ক্রিস গেইল চার ম্যাচ খেলেই বিদায় নিয়েছেন। খেলতে গিয়েছেন বিগ ব্যাশে। ফাইনাল ম্যাচে ক্রিস গেইলকে প্রতিপক্ষ দলে দেখতে না পাওয়া যেকোনো দলের জন্য স্বস্তিই বটে। মাশরাফির কাছে তা জানতে চাওয়া হলে তিনি কৌশলে তা এড়িয়ে যান।

তবে গেইলের বিপক্ষে পূর্বের সাফল্যগাঁথা তুলে ধরে মাশরাফি বলেন, ‘গেইলের না থাকাটা আমি স্বস্তি বলব কি না জানি না। বিপক্ষ দলে যখন গেইল থাকবে তখন তাকে নিয়ে কোনো না কোনো পরিকল্পনা রাখতেই হবে। আমরাও আগে তাই করেছিলাম। গেইলের বিপক্ষে আমরা পরিকল্পনা করেছিলাম এবং আল্লাহর রহমতে আমরা সাফল্যও পেয়েছিলাম।’

 

 

Print Friendly, PDF & Email

Related Posts