মুক্তির আগেই রেকর্ড ভাঙল রজনীকান্তের ২.০

বিডিমেট্রোনিউজ ডেস্ক একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় ছবির জগতে ইতিহাস তৈরি করে ফেলেছে রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। সারা দেশে এই ঘিরে তৈরি হয়েছিল বিশাল উন্মাদনা। এমনকী দেশের বাইরেও বিদেশি ছবিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ভাল ব্যবসা করে গিয়েছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির আগেই বাহুবলীর একটি রেকর্ড ভেঙে দিল রজনীকান্ত-অক্ষয় কুমারের ‘২.০’।

সারা দেশে ১৫টি ভাষায় ৭ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের ‘২.০’। যেখানে ‘বাহুবলী ২’ মুক্তি পেয়েছিল ৬,৫০০টি প্রেক্ষাগৃহে। রজনীকান্তের এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে সবে, তারই আগে নয়া রেকর্ড। মনে করা হচ্ছে, রজনীকান্তের এই ছবি বক্স অফিসে নতুন ইতিহাস গড়বে।

যদিও ‘২.০’ ছবিটি এ বছরের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দিনক্ষণ পিছিয়ে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামি বছরের ২৫ জানুয়ারি। এই ছবির বাজেট ৪৫০ কোটি টাকা। রজনীকান্তের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকেও। তিনি রয়েছেন খলনায়কের ভূমিকায়। নায়িকার চরিত্রে দেখা যাবে অ্যামি জ্যাকসনকে।

Print Friendly, PDF & Email

Related Posts