দুর্ঘটনার কবলে দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম

বিডিমেট্রোনিউজ ডেস্ক দুর্ঘটনার কবলে পড়লেন দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। কাশ্মীরের ডাল লেকের কাছে ঊল্টে গেলেও অল্পের জন্য থেকে বেঁচে যায় গাড়িটি।  গত ৮ জুন রাতে বন্ধুর সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন অভিনেত্রী জায়রা।  সেই সময়ই ডাল লেকের ধারে বুলেভার্ড রোডে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।  তবে সকলেই প্রায় অক্ষত রয়েছেন।

যে হারে একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছেন অভিনেতা অভিনেত্রীরা সেখান থেকে এই দুর্ঘটনায় আবারও প্রশ্ন ওঠে গাড়ির গতিবেগ নিয়ে। পুলিশ সূত্রে খবর যথেষ্ট জোরে চলছিল গাড়িটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুতগতিতে চলছিল ওই গাড়িটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে উঠে পড়ে এবং লেকের ধারের রেলিংয়ে ধাক্কা মারে।  পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কেউ জখম হয়নি কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনাও নেই।  এই ঘটনায় কোনও মামলাও দায়ের করা হয়নি।

Print Friendly, PDF & Email

Related Posts