বাবুই বাসা সুন্দর করে বানায় যে কারণে (ভিডিও)

বিডি মেট্রোনিউজ ডেস্ক || বাবুই পাখি। যাকে বলা হয় শিল্পী, কারিগর বা তাঁতী পাখি। বাসা বানানোর জন্য বাবুই খুবই পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সারায়, যত্ন করে পেট দিয়ে ঘষে (পালিশ করে) গোল অবয়ব মসৃণ করে। আর সে এসব করে স্ত্রী বাবুইয়ের মনোযোগ আকর্ষনের জন্য। কারণ, বাসার বুনন দেখেই যদি স্ত্রী বাবুইয়ের পছন্দ হয়, তবেই সে পুরুষ বাবুইয়ের সঙ্গে থাকতে রাজি হয়।

এর বাসাই পাখিদের দ্বারা তৈরী সবচেয়ে সুন্দর ও পরিপাটি বাসা। বাসাটি এতই মজবুত হয় যে আপনি খালি হাতে এটাকে দু’ভাগে ভাগ করে ছিড়ে ফেলতে পারবেন না। এটি বৃষ্টির পানি নিরোধক। স্ত্রী বাবুই মসৃণ গোল অবয়ব বিশিষ্ট বাসা ব্যতীত পছন্দ করে না। তাই এই বাসার মাধ্যমে বাবুই যদি তার সঙ্গীকে আকর্ষণ করতে না পারে তবে তার সমস্ত প্রচেষ্টাই বৃথা যায়।

https://www.facebook.com/rtvonline/videos/10152289212929644/

সন্ধ্যার আগে বাবুই কাঁদামাটি সংগ্রহ করে তার বাসার কুঠরীতে লাগিয়ে রাখে। পরবর্তীতে জোনাকী পোকা ধরে এনে সেই মাটিতে গেঁথে রাখে যা তার অন্ধকার কুঠরীতে যথেষ্ট আলোর যোগান দেয়।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts