বিডি মেট্রোনিউজ, নরসিংদী || চিনাদী বিল। সাড়ে পাঁচশত বিঘা আয়তনের বৃহৎ এই বিলটি নরসিংদীর শিবপুরে। অতিথি পাখির কলরবে মুখর চিনাদী বিল। প্রতিবছরের মতো শীতের শুরুতে এবারও বিলটিতে ভিড় জমেছে হাজারো অতিথি পাখির । এখানে তারা বসবাস করে বিলের পানিতে গা ভাসিয়ে বিভিন্ন পোকামাকড় ছোট মাছ খেয়ে স্বচ্ছন্দে অবস্থান করছেন।
জানা যায়, শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে অবস্থিত এই বিলে বছরের বার মাসই পানি থাকে এবং জেলেরা সবসময় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। আর প্রতি বছরে শীতের মৌসুমে বিলটিতে আগমন ঘটে অতিথি পাখিদের। আবার শীতের শেষে তারা ফিরে যায় আপন মনে। তবে কেউ যাতে ওই পাখিদের কোন প্রকার বিরক্ত না করতে পারে সে ব্যাপারে বিলের পাড়ের মানুষ রয়েছেন সজাগ।
শীতকালে প্রতিদিন সকালে ও বিকালে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন জাতের অতিথি পাখি বিলের ঘেরের ভিতর কচুরি পানায় বসে মাছ শিকার করে। আবার ঝাঁকে ঝাঁকে বিলময় এসব পাখিদের ওড়াওড়ি ছোটছুটি নিমেষেই কেড়ে নেয় মানুষের মন। পাখিদের সৌন্দর্র্য দেখার জন্য প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসছেন বিলটিতে।
দুলালপুর গ্রামের বাসিন্দা জীবন বর্মণ জানান, এই বিলে যুুুুগ যুগ ধরে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক জেলে প্রতিদিন মাছ ধরে বিক্রয় করে তাদের জীবিকা নির্ভর করে আসছেন। বিলটিতে দেশীয় ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায়। এই বিলের মাছ সুস্বাদু বলেও বেশ সুনাম রয়েছে। সঙ্গত কারণে এ বিলের মাছের দামও থাকে বেশি।