মোবাইল চুরির অভিযোগে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে পুড়িয়ে হত্যা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নরসিংদীর শিবপুরে আজিজা বেগম নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে চাচীর মোবাইল ফোন চুরির অভিযোগ এনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

নরসিংদীর শিবপুর উপজেলার ভিটি খৈনকুট গ্রামের আবদুস সাত্তারের তৃতীয় মেয়ে আজিজা বেগম। গত ১২ অক্টোবর আজিজার চাচী বিউটি বেগমের মোবাইল ফোন চুরি হলে দুই বোন আজিজা ও মাফিয়াকে সন্দেহ করে চাচী ও তার স্বজনরা। এক সপ্তাহের মধ্যে মোবাইল ফোন ফিরিয়ে না দিলে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।

এর জের ধরে শুক্রবার রাত আটটার দিকে বাড়ির পাশে ফলবাগানে হাত ও চোখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আজিজার গায়ে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে শনিবার ভোর ৪টায় আজিজার মৃত্যু হয়।

আজিজাকে পুড়িয়ে হত্যার জন্য চাচী বিউটি ও তার স্বজনদের দায়ী করে বিচারের দাবী জানান স্বজনরা। কিশোরী আজিজার মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে  শিবপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক  মজিবুর রহমান। ঘটনার পর থেকে চাচী বিউটি বেগম ও তার স্বজনরা পলাতক রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts