বাড্ডার খুনে সাবলেট ভাড়াটিয়া পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর বাড্ডায় বাবা-মেয়ে খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী শাহিন মল্লিককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শাহিন মল্লিককে আরজিনা বেগমের পরকীয়া প্রেমিক মনে করা হচ্ছে ।

আজ শুক্রবার সকালে বাড্ডা থানার একটি দল খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে মধ্যবাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগের একটি চারতলা বাড়ির তৃতীয় তলা থেকে গাড়িচালক জামিল হোসেন (৩৮) ও তার নয় বছর বয়সী মেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়।

ওই বাড়ির মালিক দুলাল পাঠান জানান, মাস খানেক আগে ময়নারবাগের ৩০৬ নাম্বার গোরস্থান রোডের তার তিনতলা বাসার চিলেকোঠা ভাড়া নেন জামিল শেখ। পেশায় গাড়িচালক জামিল শেখের বাসায় এক যুবক সাবলেট ভাড়াটিয়া হিসেবে থাকতো।

বৃহস্পতিবার সকালে তিনি ছাদে কান্নার শব্দ পেয়ে ছাদে উঠে দেখেন জামিল শেখের স্ত্রী আরজিনা কাঁদছে। কান্নার কারণ জিজ্ঞাসা করলে আরজিনা চারজন সন্ত্রাসী তার স্বামী ও মেয়েকে মেরে ফেলেছে বলে জানান। তিনি সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে দুজনের মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

তবে বাড্ডা থানার পুলিশ বলছে, আরজিনার কথাবার্তা অসংলগ্ন। সে বাড়ির মালিককে চারজন সন্ত্রাসীর কথা বললেও তাদের কাছে সে কিছু দেখেনি বলে দাবি করছে। তারা ধারণা করছেন পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওইদিন বিকেলে এ খুনের ঘটনায় জামিলের ভাই শামীম শেখ বাদী হয়ে ভাবী আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিকের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

Related Posts